কিরণচন্দ্ৰ মিত্র (১৫.৪.১২৯০ – ১.১২.১৩৬১ বঙ্গাব্দ) শ্রমিকনেতা হিসাবে রাজনীতিক্ষেত্রে পরিচিত। মালিকপক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে তিনি শ্রমিক সংগঠনের জন্য চাকরি ত্যাগ করেন। ১৯২৮ খ্ৰী, ঐতিহাসিক ধর্মঘট পরিচালনার জন্য তাকে কারাদণ্ড ভোগ করতে হয়। শ্রমিক আন্দোলন-সংক্রান্ত হিন্দী, ইংরেজী ও বাংলায় সাময়িক পত্রিকাদি সম্পাদনা ও প্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« কিরণচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
« কিরণচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
কিরণচন্দ্ৰ মুখোপাধ্যায় »
কিরণচন্দ্ৰ মুখোপাধ্যায় »
Leave a Reply