কাশীরাম দাস। মহাভারতের বঙ্গানুবাদক এই কবি অনুমান ১৭শ শতাব্দীর প্রথম ভাগে জীবিত ছিলেন। তিনি জাতিতে কায়স্থ-দেব-পদবীভুক্ত। সম্ভবত বর্ধমানের কাটোয়া অঞ্চলের সিঙ্গিগ্রাম অথবা দাইহাটের নিকট সিঙ্গিগ্রাম অঞ্চলে তাঁর পৈতৃক নিবাস ছিল। মেদিনীপুর জেলার আবাসগড়ের রাজার আশ্রয়ে থেকে পাঠশালায় শিক্ষকতা করতেন। তিনিই সম্পূর্ণ মহাভারত অনুবাদ করেছেন অথবা দুটি বা তিনটি পর্ব অনুবাদ করেছেন, সঠিক জানা যায় না। ‘জগন্নাথ মঙ্গল’ রচয়িতা গদাধর তার অনুজ। অগ্রজ কৃষ্ণদাস ‘শ্ৰীকৃষ্ণবিলাস’ রচনা করেন। কাশীরামের মহাভারতের প্রথম চার পর্ব (১৮০১-০৩) শ্ৰীীরামপুর মিশন প্রেস থেকে ছাপা হয়। এই প্রেস থেকেই সম্পূর্ণ অংশ জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় ১৮৩৬ খ্রী. মুদ্রিত হয়। ‘ভারত পাচালী’ কাব্যের কবি হিসাবেও তিনি খ্যাত ছিলেন। কাশীরাম দাসের নামে রচিত ‘সত্যনারায়ণের পুঁথি’, ‘স্বপ্নপর্ব’, ‘জলপর্ব ও ‘নলোপাখ্যান’ গ্রন্থের উল্লেখ পাওয়া যায়।
পূর্ববর্তী:
« কাশীম আলী খাঁ, নবাব, মীর
« কাশীম আলী খাঁ, নবাব, মীর
পরবর্তী:
কাশ্মীরী শাহ্ সাহেব »
কাশ্মীরী শাহ্ সাহেব »
Leave a Reply