কাশীপ্ৰসাদ ঘোষ (৫.৮.১৮০৯ – ১১.১১.১৮৭৩) পৈতাল-হাবড়া। শিবপ্রসাদ। ১৮২১—২৭ খ্রী. হিন্দু কলেজের ছাত্র থাকাকালে ইংরেজীতে গদ্য ও পদ্য রচনায় সুনাম অর্জন করেন। সংস্কৃত, বাংলা, ফারসী ও হিন্দীতেও দখল ছিল। ‘গভর্নমেণ্ট গেজেট’, ‘লিটারারি গেজেট’, ‘সংবাদ প্রভাকর প্রভৃতি পত্রিকায় তার রচনাবলী প্ৰকাশিত হত। কিছু বাংলা টপ্পা গানও রচনা করেছেন। ‘বিজ্ঞান সেবধি’ পত্রিকায় বিজ্ঞান-বিষয়ক প্রবন্ধের বাংলা অনুবাদ করে সুনাম অর্জন করেন। ১৮৪৬ খ্রী. ‘হিন্দু ইনটেলিজেনসার’ নামে সাপ্তাহিক পত্রিকা প্ৰকাশ করেন। ১৫ জুন ১৮৫৭ খ্রী. পত্রিকাটি মুদ্রাযন্ত্র আইনের প্রতিবাদে বন্ধ রাখেন। রচিত গ্রন্থের মধ্যে ‘শায়ির অ্যাণ্ড আদার পোয়েমস’ (১৮৩০) এবং ‘মেময়ার অফ নেটিভ ইণ্ডিয়ান ডিন্যাসটিজ’ (১৮৩৪) উল্লেখযোগ্য। বেথুন স্কুলের প্রথম অধ্যক্ষ সভার (১৮৫৬) সদস্য এবং কলিকাতার জাস্টিস অফ দি পীস, অবৈতনিক প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেট ও কলিকাতার সুগ্ৰীম কোর্টের প্রথম জুরীদের (১৮৩৪) অন্যতম ছিলেন।
পূর্ববর্তী:
« কাশীনাথ মিশ্ৰী
« কাশীনাথ মিশ্ৰী
পরবর্তী:
কাশীম আলী খাঁ, নবাব, মীর »
কাশীম আলী খাঁ, নবাব, মীর »
Leave a Reply