কাশীনাথ মিশ্ৰী (১৯শ শতাব্দী)। ধাতুশিল্পী। তার সম্বন্ধে কলিকাতা স্কুল বুক সোসাইটির বিবরণে (১৮১৮-১৯) লিখিত আছে ‘ … The highly creditable execution of the plates by a native artist, Casheenath Mistree, deserves particular mention, as evincing the progress already made by the natives in the elegant and useful art of engraving on copper …’। এই শিল্পে সে যুগের অন্যান্য বিখ্যাত শিল্পী ছিলেন রামচাদ রায়, বিশ্বম্ভর আচাৰ্য, রামধন স্বর্ণকার, মাধবচন্দ্ৰ দাস, রূপচাঁদ আচাৰ্য, রামসাগর চক্রবর্তী, বীরচন্দ্র দত্ত, হরিহর ব্যানার্জী প্রভৃতি। কাঠখোদাই শিল্পেও তারা দক্ষ ছিলেন।
পূর্ববর্তী:
« কাশীনাথ বিদ্যানিবাস
« কাশীনাথ বিদ্যানিবাস
পরবর্তী:
কাশীপ্ৰসাদ ঘোষ »
কাশীপ্ৰসাদ ঘোষ »
Leave a Reply