কাশীনাথ বিদ্যানিবাস (১৬শ শতাব্দী) নবদ্বীপ। আদিনিবাস শ্ৰীহট্ট। বিদ্যাধর বাচস্পতি। বাসুদেব সার্বভৌমের ভ্রাতুষ্পুত্ৰ কাশীনাথ জীবদ্দশায় ‘সর্ববজগতীপ্ৰতিষ্ঠিত-ভট্টাচার্যৌঘমৌলিরত্ন’-রূপে তৎকালীন সর্বশ্রেষ্ঠ সারস্বতপীঠ কাশীধামে অধিষ্ঠিত থেকে সমগ্ৰ ভারতব্যাপী এক অনন্যাসাধারণ মর্যাদার অধিকারী হয়েছিলেন। ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে সম্রাট আকবরের আমলে ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিতদের যে তালিকা আছে, তাতে ৩২ জন হিন্দুর মধ্যে বিদ্যানিবাস অন্যতম। কাশীর মুক্তিমণ্ডপে ১৫৮৩ খ্রী. অনুষ্ঠিত সামাজিক সভার নির্ণয়পত্রে নানাদেশীয় পণ্ডিতদের মধ্যে ‘বিদ্যানিবাস ভট্টাচাৰ্য’ প্রমুখ গৌড়ীয়ের স্বাক্ষর আছে। ১৫শ-১৬শ শতাব্দীর অন্যান্য পূর্বভারতীয় প্রতিভাবান পণ্ডিতের মত তিনিও নব্যন্যায়ের আকরগ্রন্থ ‘তত্ত্বচিন্তামণির ওপর টীকা রচনা করেন। তার ‘সচ্চরিতমীমাংসা’ গ্ৰন্থ ১৫৫৮-৫৯ শ্ৰী রচিত। দীর্ঘায়ু এই পণ্ডিত ১২৫ বছরেরও বেশি জীবিত ছিলেন। কাশীনিবাসী হলেও তার পাণ্ডিত্যের পরিচিতি ১৭শ শতাব্দীর শেষ পর্যন্ত বাঙলা দেশ থেকে বিলুপ্ত হয় নি। আইন-ই-আকবরীর তালিকায় পৃথক এক নৈয়ায়িক কাশীনাথ ভট্টাচার্যের নাম আছে।
পূর্ববর্তী:
« কাশীনাথ দাশগুপ্ত, মুনশী
« কাশীনাথ দাশগুপ্ত, মুনশী
পরবর্তী:
কাশীনাথ মিশ্ৰী »
কাশীনাথ মিশ্ৰী »
Leave a Reply