কাশীনাথ তর্কপঞ্চানন (আনুমানিক ১৭৮৮ – ৮.১১.১৮৫১)। ফোর্ট উইলিয়াম কলেজে কেরীর অধীনে সহকারী পণ্ডিত ছিলেন। ১৮২৫ খ্ৰী. সংস্কৃত কলেজে স্মৃতিশাস্ত্ৰাধ্যাপকের পদে নিযুক্ত হন। ১৮২৭ খ্ৰী. চব্বিশ পরগনা জেলার জজ-পণ্ডিতের পদ পান। ১৮৩১ খ্রী. এই পদ থেকে বরখাস্ত হয়ে সংস্কৃত কলেজের ব্যাকরণের অধ্যাপক হন। কিন্তু এখানেও তার পদাবনতি হয়। শেষে গ্রন্থাধ্যক্ষ পদে নিযুক্ত হন। রচিত গ্ৰন্থ : ‘পদার্থ কৌমুদী’, ‘আত্মতত্ত্ব কৌমুদী’, ‘পাষণ্ড পীড়ন (১৮২৩), ‘সাধু সন্তোষিণী’, ‘শ্যামা সন্তোষ’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« কাশীনাথ
« কাশীনাথ
পরবর্তী:
কাশীনাথ দাশগুপ্ত, মুনশী »
কাশীনাথ দাশগুপ্ত, মুনশী »
Leave a Reply