কাশীচন্দ্র বিদ্যারত্ন (১৮৫৫ – ১৯১৮) বিক্রমপুর-ঢাকা। বাগ্মী ও পণ্ডিত কাশীচন্দ্ৰ সামাজিক সমস্যার শাস্ত্রানুগ সমাধানকল্পে গ্ৰন্থ রচনা করেন। রচিত গ্রন্থ : ‘সন্ন্যাসাধিকার-নির্ণয়’ ও ‘উদ্ধারচন্দ্ৰিকা’। শেষোক্ত গ্রন্থে বিলাত-ফেরতদের সা,আজিক পিনর্বাসনের পন্থা নির্ণয় করেছেন। তা ছাড়া তিনি মনু প্ৰভৃতি বিংশ সংহিতার টীকাও রচনা করেন।
পূর্ববর্তী:
« কালীশচন্দ্ৰ বিদ্যাবিনোদ
« কালীশচন্দ্ৰ বিদ্যাবিনোদ
পরবর্তী:
কাশীচন্দ্ৰ বাচষ্পতি »
কাশীচন্দ্ৰ বাচষ্পতি »
Leave a Reply