কাশীচন্দ্ৰ বাচষ্পতি (১২.১২.১৮২১ – ১৮৯৮) ঊনশিয়া-কোটালিপাড়া, ফরিদপুর। রাধানাথ তর্কসিদ্ধান্ত। প্ৰখ্যাত পণ্ডিত, পাঠক ও কথক। অল্পবয়সে পিতৃবিয়োগ হওয়ায় মাতুলালয় বরিশালের রামচন্দ্রপুরে থেকে পড়াশুনা করেন। উজিরপুর গ্রামনিবাসী বৈয়াকরণ ও পুরাণবিৎ হরিশচন্দ্র তর্কভূষণের কাছে বিভিন্ন শাস্ত্ৰ অধ্যয়ন করে ‘বাচস্পতি’ উপাধি লাভ করেন। ২৫ বছর বয়সে নিজ গ্রামে এসে অধ্যাপনা শুরু করে খ্যাতিমান হন। পরে কথকতা শিক্ষা করে ক্ৰমে কথকতায় পারদর্শী হয়ে ওঠেন। তার কথায় জানা যায়-কোন এক গৃহস্থবাড়িতে গিয়ে একমাস শ্ৰীমদ্ভাগবত পাঠ ও কথকতা করে তিনি দক্ষিণাস্বরূপ ১ টাকা নগদ, তামার কোষাকুষি, ১ জোড়া ধুতি এবং ১ খানা কাঁঠালকাঠের পিড়ি উপহার পেয়েছিলেন। ঐ ১ টাকায় ৮ মণ ধান কেনা হয়েছিল। নিজ গৃহে চতুষ্পাঠী স্থাপন করে ছাত্রদের আহার ও বাসস্থান দিয়ে পড়াতেন। তার কৃতী ছাত্রদের মধ্যে কৃষ্ণকুমার বিদ্যারত্ন, তারকচন্দ্র শিরোমণি, বনমালী বিদ্যাভূষণের নাম বিখ্যাত। সমগ্র বাল্মীকি রামায়ণ, মহাভারত, শ্ৰীমদ্ভাগবত এবং কয়েকখানি মহাপুরাণ তিনি তুলট কাগজে নিজ হাতে লিখে শেষ করেন। মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগীশ তার পৌত্র।
পূর্ববর্তী:
« কাশীচন্দ্র বিদ্যারত্ন
« কাশীচন্দ্র বিদ্যারত্ন
পরবর্তী:
কাশীনাথ »
কাশীনাথ »
Leave a Reply