কাশীম আলী খাঁ, নবাব, মীর (? – ৭.৬.১৭৭৭) মীরকাশিম নামে খ্যাত। বাঙলার নবাব মীরজাফরের জামাতা। মীরজাফর ইংরেজদের প্রতিশ্রুত উৎকোচ প্রদানে অসমর্থ হলে ইংরেজগণ ১৭৬০ খ্রী. কাশিম আলীকে নবাবী প্ৰদান করেন। নবাবী পেয়েই তিনি রাজস্বের সুবন্দোবস্ত করে কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেন। ইংরেজদের কর্তৃত্ব থেকে দূরে থাকার উদ্দেশ্যে মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন। দিল্লীর বাদশাহকে বার্ষিক ২৪ লক্ষ টাকা কর দিতে স্বীকার করে ‘আলীজাহ নশীর-উল-মুলক এমতাজদ্দৌলা কাশিম আলী খাঁ নশরৎ জঙ্গ’ উপাধি লাভ করেন। এরপর তিনি ইংরেজদের কাছে শুল্ক দাবি করেন। ইংরেজরা তাতে অস্বীকৃত হয়। এই সুযোগে তিনি সমস্ত ব্যবসায়ীদের শুল্ক-রাহিতের আদেশ প্ৰদান করেন। এই সমস্ত কারণে ২ আগস্ট ১৭৬৩ খ্রী. উদয়নালায় ইংরেজরা নবাব সৈন্যের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়। যুদ্ধে নবাব পরাজিত হয়ে পাটনায় পালিয়ে যান। পরে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট শাহ-আলমের সঙ্গে মিলিত হয়ে ১৭৬৪ খ্রী. ইংরেজদের আক্রমণ করেন, কিন্তু যুদ্ধে পরাজিত ও রাজ্যচ্যুত হন। শোনা যায়, দিল্লীর কাছে পালোয়াল গ্রামে উদরী রোগে তাঁর মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« কাশীপ্ৰসাদ ঘোষ
« কাশীপ্ৰসাদ ঘোষ
পরবর্তী:
কাশীরাম দাস »
কাশীরাম দাস »
Leave a Reply