কালীশঙ্কর সিদ্ধান্তবাগীশ (১৭৮১ – ১৮৩০)। বিক্রমপুর-ঢাকা। ফরিদপুরের ধানুকা গ্রামের পণ্ডিত চন্দ্রনারায়ণ ন্যায়পঞ্চাননের ছাত্র। বিচারপটু না হলেও উৎকৃষ্ট পত্রিকা রচনা দ্বারা স্মরণীয় হয়েছেন। ‘কালীশঙ্করী’ পত্রিকা নবদ্বীপ, কাশী, মাদ্রাজ প্রভৃতি নব্যন্যায়ের চতুষ্পাঠীতে অধীত হত। তিনি ময়মনসিংহসুসঙ্গের রাজা রাজসিংহের দ্বারপণ্ডিত ছিলেন। বছরের মধ্যে ৬ মাস বিক্রমপুর সমাজের প্রাধান্য রক্ষার জন্য দেশে থেকে অধ্যাপনা করতেন এবং বাকি ৬ মাস সুসঙ্গ রাজবাড়িতে গিয়ে পড়াতেন। তার ছাত্রদের মধ্যে চাকদার কমলাকান্ত তর্কশিরোমণি ও বিক্রমপুর-কাঁটাদিয়ার কমলাকান্ত সার্বভৌমের নাম উল্লেখযোগ্য। তার বহু অ-বাঙালী ছাত্রও ছিলেন।
পূর্ববর্তী:
« কালীশঙ্কর রায়
« কালীশঙ্কর রায়
পরবর্তী:
কালীশচন্দ্ৰ বিদ্যাবিনোদ »
কালীশচন্দ্ৰ বিদ্যাবিনোদ »
Leave a Reply