কালীশঙ্কর রায় (১৭৪৪? – ১৮৩৪) নড়াইল-যশোহর। রূপরাম। নাটোর রাজসরকারে দেওয়ানের কাজ করতেন। চিরস্থায়ী বন্দোবস্তের সময় ভূষণার জমিদারী প্রাপ্ত হন। ১৭৯৫ খ্রী. বাকী খাজনার দায়ে নাটোররাজের পরগনাগুলি নীলামে উঠলে তিনি পাঁচটি পরগনা ও পরে আরও কয়েকটি ক্ষুদ্র পরগনা ক্রয় করে নড়াইল জমিদারবংশের প্রতিষ্ঠা করেন। ইতঃপূর্বে জমিদারী-সংক্রান্ত বিষয়ে তিনি কৃষক-বাহিনী নিয়ে ইংরেজ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ১৭৯৬ খ্রী. ইংরেজগণ কৌশলে তাকে বন্দী করলে যশোহর-খুলনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কৃষক-বিদ্রোহ দেখা দেয়। ফলে শাসকবৰ্গ তাকে মুক্তি দিতে বাধ্য হন এবং তার দেয় খাজনার পরিমাণও হ্রাস করা হয়। ১৮০৬ খ্রী. মুর্শিদাবাদের নবাব তাকে ‘রায়’ উপাধি দেন। মৃত্যুর কিছুকাল আগে কাশীতে জমিদারী ক্রয় করে বসবাস আরম্ভ করেন।
পূর্ববর্তী:
« কালীশঙ্কর বিদ্যাবাগীশ
« কালীশঙ্কর বিদ্যাবাগীশ
পরবর্তী:
কালীশঙ্কর সিদ্ধান্তবাগীশ »
কালীশঙ্কর সিদ্ধান্তবাগীশ »
Leave a Reply