কালীশঙ্কর বিদ্যাবাগীশ (১৮শ শতাব্দী)। ওয়ারেন হেস্টিংস কর্তৃক আহুত একাদশ পণ্ডিতরচিত হিন্দু আইনের মূল্যসংগ্ৰহ ‘বিবাদার্ণব সেতু’ নামক বিপুল গ্ৰন্থরচয়িতাগণের অন্যতম। অন্যান্য দশ জনের নাম : বাণেশ্বর বিদ্যালঙ্কার, কৃষ্ণরাম তর্কসিদ্ধান্ত, রামগোপাল ন্যায়ালঙ্কার, বীরেশ্বর পঞ্চানন, কৃষ্ণজীবন ন্যায়ালঙ্কার, গৌরীকান্ত তর্কসিদ্ধান্ত, কৃষ্ণচন্দ্র সার্বভৌম, শ্যামসুন্দর ন্যায়সিদ্ধান্ত, কৃষ্ণকিশোর তর্কালঙ্কার ও সীতারাম ভাট। এই গ্ৰন্থ প্ৰথমে ফারসী ভাষায় ও পরে হ্যালহেড সাহেব কর্তৃক ‘A Code of Gentoo Laws’ নামে ইংরেজীতে অনুদিত হয়।
পূর্ববর্তী:
« কালীশ মুখোপাধ্যায়
« কালীশ মুখোপাধ্যায়
পরবর্তী:
কালীশঙ্কর রায় »
কালীশঙ্কর রায় »
Leave a Reply