কালীমোহন ঘোষ (১৮৮২ – ১৩.৬.১৯৪০) বাজাপ্তি-চঁদপুর, ত্রিপুরা। দীননাথ। বিশিষ্ট কর্মব্ৰতী ও সাহিত্যানুরাগী। রবীন্দ্রনাথপরিকল্পিত শ্ৰীনিকেতনের মুখ্য সংগঠক। বঙ্গভঙ্গ আন্দোলন-কালে কলেজ ছেড়ে স্বদেশীতে মাতেন। ১৯০৬ খ্রী. পাবনায় অনুষ্ঠিত কংগ্রেস কনফারেন্সে উগ্ৰপন্থীদের পক্ষে ছিলেন। ১৯০৮ খ্রী. বরিশাল কংগ্রেস সম্মেলনে রবীন্দ্রনাথের পল্লীচর্চা-বিষয়ক বক্তৃতা শুনে অনুপ্রাণিত হন ও শান্তিনিকেতনে শিক্ষক হিসাবে যোগ দেন। ১৯১২ খ্রী. প্ৰাথমিক শিক্ষা ও বয়স্ক শিক্ষা সম্পর্কে জ্ঞানার্জনের জন্য শান্তিনিকেতন থেকে তাকে লণ্ডনে পাঠান হয়। অর্থাভাবে অল্পদিনের মধ্যে সেখান থেকে ফিরে এসে রবীন্দ্রনাথপরিকল্পিত পল্লীসংগঠনের কাজে শ্ৰীনিকেতনে আত্মনিয়োগ করেন। তার রচিত অজস্ৰ প্ৰবন্ধ ও নিবন্ধে নূতন চিন্তাধারা ও পরিকল্পনা পরিস্ফুট। সঙ্গীতজ্ঞ শান্তিদেব তার কৃতী পুত্রদের অন্যতম।
পূর্ববর্তী:
« কালীময় ঘটক
« কালীময় ঘটক
পরবর্তী:
কালীশ মুখোপাধ্যায় »
কালীশ মুখোপাধ্যায় »
Leave a Reply