কালীময় ঘটক (১২৪৭ – ৩.৩.১৩০৭ ব.) রানাঘাট-নদীয়া। চন্দ্ৰশেখর তর্কসিদ্ধান্ত। দারিদ্র্যের জন্য শিক্ষারম্ভে বিলম্ব ঘটে। ১২৬৫ ব. কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পাশ করেন। ছুতারমিস্ত্রী, রাজমিস্ত্রী, দরজী প্রভৃতির কাজে তিনি অভ্যস্ত ছিলেন। বিভিন্ন গ্রামে বাংলা স্কুলে শিক্ষকতার পর জমিদারদের সাহায্যে স্বগ্রামে স্কুল স্থাপন করে শিক্ষকতা শুরু করেন। ক্রমে বালিকা বিদ্যালয় ও শ্রমিক ব্যবসায়ীদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন করেন। রচিত গ্ৰন্থাবলী : ‘চরিতাষ্টক’ (২ খণ্ড), ‘ছিন্নমস্তা’, ‘কৃষিশিক্ষা’, ‘কৃষিপ্রবেশ’, ‘সুরেন্দ্ৰ জীবনী’, ‘মিত্ৰবিলাপ’, ‘মেলা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« কালীবর বেদান্তবাগীশ
« কালীবর বেদান্তবাগীশ
পরবর্তী:
কালীমোহন ঘোষ »
কালীমোহন ঘোষ »
Leave a Reply