কালীবর বেদান্তবাগীশ (১৮৪২ – ১৯১১) বিবিধ সংস্কৃত গ্রন্থের বিশেষ করে সাংখ্য, যোগ ও বেদান্ত দর্শন বিষয়ক গ্রন্থের রচয়িতা ও অনুবাদক হিসাবে খ্যাত ছিলেন। সারদাপ্ৰসাদ ঘোষের সহযোগিতায় ‘সঙ্গীত পারিজাত’ ও ‘সঙ্গীত রত্নাকর’ সম্পাদনা করেন। তৎকৃত যোগবাশিষ্ঠ রামায়ণ ও হিন্দী আত্মরামায়ণ অনুবাদ উল্লেখযোগ্য। তিনি মহাভারতের অনুবাদও করেছিলেন। শ্ৰীরামপুর থেকে প্রকাশিত বেদাদি বিবিধ শাস্ত্রীয় সম্বাদ ঘটিত মাসিক পুস্তক ‘সর্বার্থ সংগ্রহে’র অন্যতম সম্পাদক ছিলেন। তার ‘শঙ্কর ও শাক্যমুনি’ গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত। ১৩১৩-১৪ ব. ‘অঙ্কুর’ পত্রিকা সম্পাদনা করেন। ‘গুরুশাস্ত্ৰ’, ‘পাতঞ্জলদর্শন’, ‘বেদান্তদর্শন’ (৪ খণ্ড), ‘সাংখ্যাদর্শন’, ‘সাংখ্যসূত্রম’, ‘পরলোক রহস্য’, ‘ন্যায়দর্শন’, ‘বেদান্তসার’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা।
পূর্ববর্তী:
« কালীপ্ৰসন্ন সিংহ
« কালীপ্ৰসন্ন সিংহ
পরবর্তী:
কালীময় ঘটক »
কালীময় ঘটক »
Leave a Reply