কালীপ্রসন্ন বিদ্যারত্ন, মহামহোপাধ্যায় (আনুমানিক ১২৫৫ — ১.৯.১৩৩০ ব.) উজিরপুর-বরিশাল। বিশ্বম্ভর ভট্টাচার্য। ফরিদপুর জেলার ধানুকা গ্রামের এক চতুষ্পাঠীতে সংস্কৃত অধ্যয়ন করেন। পরে বরিশাল থেকে এন্ট্রান্স, কলিকাতা জেনারেল অ্যাসেমব্লি কলেজ (স্কটিশ চার্চ কলেজ) থেকে বি.এ. এবং এম.এ. পরীক্ষায় উত্তীৰ্ণ হয়ে ১৮৮১ খ্রী. ঢাকা জগন্নাথ কলেজের সংস্কৃতের অধ্যাপকরূপে তার কর্মজীবন আরম্ভ করেন। ১৯০১ খ্রী. কলিকাতা প্রেসিডেন্সী কলেজে অধ্যাপক নিযুক্ত হন। ১৯১০ – ১৮ খ্ৰী. পর্যন্ত কলিকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯১৮ খ্রী. থেকে বহুদিন তিনি টোলসমূহের পরিদর্শকরূপে কাজ করেন। কয়েক বৎসর সংস্কৃত সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। ১৯১১ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন।
পূর্ববর্তী:
« কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
« কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় »
কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply