কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় (১৮৪২ – ১৯০০) কলিকাতা। ১৮৫৮ খ্রী. বেলগাছিয়া থিয়েটারে ‘রত্নাবলী’ নাটকের নাম-ভূমিকায় অভিনয় করে খ্যাত হন। ক্ষেত্রমোহন গোস্বামীর সঙ্গীতশিষ্য এবং সেতার, সুরবাহার ও ন্যাস-তরঙ্গ-বান্দনে অসাধারণ দক্ষ ছিলেন। সঙ্গীতজ্ঞ হিসাবে তিনি আন্তর্জাতিক খ্যাতিমান হন। বার্লিন, ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্স ও ইতালী থেকে প্ৰশংসাপত্র ও পদক লাভ করেন। হাঙ্গেরীর প্রসিদ্ধ বেহালা-শিল্পী এডওয়ার্ড রেমিনী ১৮৮৬ খ্রী. কলিকাতায় তার সেতার-বাজনা শুনে উচ্ছসিত প্ৰশংসা করেন। ওয়াজিদ আলী শাহ তার বাজনায় মুগ্ধ ছিলেন। বহু সঙ্গীত বিদ্যালয়ের এবং বেঙ্গল একাডেমির শিক্ষক ও প্ৰাণস্বরূপ ছিলেন। তার শিষ্যগণের মধ্যে বকুণ্ঠনাথ বসু, জন অলডিস, খগেন্দ্রনাথ দে প্রভৃতির নাম উল্লেখযোগ্য। ‘ইংরাজী স্বরলিপি-পদ্ধতি’ পুস্তকে তিনি ভারতীয় সঙ্গীতের স্বরলিপি ইংরেজী পদ্ধতিতে লিপিবদ্ধ করার বিপক্ষে যুক্তি দেখান। ক্ষেত্রমোহন গোস্বামী ও শৌরীন্দ্রমোহন ঠাকুরের গ্রন্থ-প্রকাশে সহায়তা করেন।
পূর্ববর্তী:
« কালীপ্রসন্ন দাশগুপ্ত
« কালীপ্রসন্ন দাশগুপ্ত
পরবর্তী:
কালীপ্রসন্ন বিদ্যারত্ন »
কালীপ্রসন্ন বিদ্যারত্ন »
Leave a Reply