কালীপ্রসন্ন দাশগুপ্ত (১২৭৮ – ১৩৪৯ ব.) এম.এ. পাশ করে শিক্ষকতা শুরু করেন। ১৯০৫ খ্রী বঙ্গ-ভঙ্গ-বিরোধী আন্দোলনে শিক্ষকতা ছেড়ে জাতীয় শিক্ষা পরিষদের উন্নতিবিধানে আত্মনিয়োগ করেন। আমৃত্যু যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যকরী সভার সদস্য ও বসুমল্লিক অধ্যাপক ছিলেন। ‘পুরাণ’, ‘রাজপুতকাহিনী’, ‘রামায়ণের কথা’, ‘ভারতনারী’, ‘সমাজবিজ্ঞান’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। ‘মালঞ্চ’ পত্রিকার সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« কালীপ্রসন্ন দত্ত
« কালীপ্রসন্ন দত্ত
পরবর্তী:
কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় »
কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply