কালীপ্রসন্ন দত্ত (১২৬৬ – ১৩০৮ ব.) চাঁওচা-ফরিদপুর। ঈশ্বরচন্দ্র। কলিকাতা প্রেসিডেন্সী কলেজে বি.এ. পড়া অসমাপ্ত রেখে সাত-আট বছর ব্যবসায়ে লিপ্ত থাকেন। ১২৯৩ ব. বিজনী এস্টেটের কর্মাধ্যক্ষের পদ গ্ৰহণ করেন। ‘ভারত সুহৃদ’ পত্রিকা সম্পাদনা এবং ‘ভারত বণিক’ পত্রিকা প্ৰকাশ করেছিলেন। ‘বুয়র যুদ্ধের ইতিহাস’ রচনা করে তিনি খ্যাতিমান হন। তার অপর গ্রন্থ ‘দলিত কুসুম’।
পূর্ববর্তী:
« কালীপ্রসন্ন তর্কচূড়ামণি
« কালীপ্রসন্ন তর্কচূড়ামণি
পরবর্তী:
কালীপ্রসন্ন দাশগুপ্ত »
কালীপ্রসন্ন দাশগুপ্ত »
Leave a Reply