কালীপ্রসন্ন ঘোষ (১৮৫৯ – ৭.১০.১৯২৬) ইদিলপুর-ফরিদপুর। হরচন্দ্র। বরিশাল জেলা স্কুল থেকে এন্ট্রান্স, ঢাকা কলেজ থেকে এফ.এ. এবং কলিকাতা মেট্রোপলিটান কলেজ থেকে বি.এ. (১৮৮৪) পাশ করে কয়েক মাস হুগলী জেলার এক স্কুলে শিক্ষকতা করার পর বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক হয়ে আসেন। ১৮৮৬ খ্রী. থেকে ১৯০১ খ্রী. পর্যন্ত ঐ স্কুলের প্রধান-শিক্ষক, ১৮৮৯ খ্রী. কলেজ খুললে অধ্যাপক, ১৯০১ খ্রী. থেকে আমৃত্যু ব্ৰজমোহন কলেজের সহকারী অধ্যক্ষ এবং বহুকাল কলেজের সেক্রেটারী ছিলেন। শিক্ষকতাকে তিনি ব্ৰত হিসাবে নিয়েছিলেন ব’লে অর্থোপার্জনের অন্যান্য পথ খোলা থাকলেও তা তিনি গ্ৰহণ করেন নি। লোকে বলত, ‘Kaliprasanna is Brojomohan College, Brojomohan College is Kaliprasanna.’ তিনি স্কুল-কলেজে পরীক্ষায় গার্ড রাখতেন না। স্কুলে ছড়া ছিল,—‘হেডমাস্টার কালীপ্রসন্ন, রূপ নাই তার গুণে ধন্য/পূর্বজন্মে করেছেন পুণ্য, তাই তো এত গণ্যমান্য।’ ‘ন্যাশনাল এজেন্সী’ নামে এক দোকান খুলে স্বদেশজাত দ্রব্য নিজের হাতে বিক্রি করতেন। লাভের দিকে দৃষ্টি ছিল না। সুলভ মূল্যের দোকান ব’লে সেখানে বেশ ভিড় হত। কর্তব্যপরায়ণ, আদর্শনিষ্ঠ এই শিক্ষাব্ৰতী সম্পর্কে মহাত্মা অশ্বিনীকুমার দত্ত একদিন বলেছিলেন, ‘কর্তব্যনিষ্ঠার জন্য বরিশালের দুই ব্যক্তিকে আমি শ্রদ্ধা করি—একজন গোপাল মেথর, অন্যজন কালীপ্রসন্ন’।
পূর্ববর্তী:
« কালীপ্রসন্ন কাব্যবিশারদ
« কালীপ্রসন্ন কাব্যবিশারদ
পরবর্তী:
কালীপ্রসন্ন ঘোষ, রায়বাহাদুর, সি.আই.ই. »
কালীপ্রসন্ন ঘোষ, রায়বাহাদুর, সি.আই.ই. »
Leave a Reply