কালীপদ মুখোপাধ্যায়১ প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। ১৮৭৪ খ্রী. ‘বাহুলীন তত্ত্ব’ (Treatise on Violin) গ্রন্থ রচনা করেন।
কালীপদ মুখোপাধ্যায়২ (? – ১৬.২.১৯৩৩) বিক্রমপুর-ঢাকা। ঢাকার অত্যাচারী স্পেশাল ম্যাজিষ্ট্রেট কমলাক্ষ সেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় (২৭.৬.১৯৩২) এক তারবার্তার সূত্র ধরে তিনি ধৃত হন ও ঢাকা সেন্ট্রাল জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
কালীপদ মুখোপাধ্যায়৩ (৯.৩.১৯০১ – ২৩.৭.১৯৬২) তেলিবেড়িয়া-বাঁকুড়া। কলেজের শিক্ষা অসম্পূর্ণ রেখে অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ করেন। রাজনৈতিক কর্মতৎপরতার জন্য বহুদিন কারাবাস করেন। বঙ্গীয় প্ৰাদেশিক কংগ্রেসের সম্পাদক ছিলেন। স্বাধীনতা লাভের পর আমৃত্যু একটানা বিভিন্ন দপ্তরে মন্ত্রিত্ব করে গেছেন।
Leave a Reply