কালীপদ বসু (? – নভেম্বর ১৯১৪) ঝিনাইদহ-যশোহর। মহিমাপ্ৰসাদ। দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্ৰাম করে শিক্ষাপ্রাপ্ত হন। স্কুল থেকে এম.এ পর্যন্ত প্রতিটি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। চাকরি-জীবনে রিপন, র্যাভেনশ, প্রেসিডেন্সী ও ঢাকা কলেজে অধ্যাপনা করেন। কর্মরত অবস্থায় প্রবাসে থেকেও তিনি স্বগ্রামের উন্নতি ও সংস্কার-সাধনে উদ্যোগী ছিলেন। ছাত্রদের উপযোগী কয়েকটি বহুল-প্রচারিত গণিতগ্রন্থের প্রণেতা। সর্বাপেক্ষা প্ৰচলিত গ্রন্থঃ ‘Algebra Made Easy’
পূর্ববর্তী:
« কালীপদ পাঠক
« কালীপদ পাঠক
পরবর্তী:
কালীপদ ভট্টাচাৰ্য »
কালীপদ ভট্টাচাৰ্য »
Leave a Reply