কালীপদ তর্কাচাৰ্য, মহামহোপাধ্যায় (১৮৮৮? – ২৭.৭.১৯৭২) উনশিয়া-ফরিদপুর। হরিদাস তর্কতীর্থ। সুললিত সংস্কৃতে অনর্গল বক্তৃতা দিতে পারতেন। ১৯১৮ খ্রী. সংস্কৃত সাহিত্য পরিষৎ বিদ্যালয়ের অধ্যাপক ও সংস্কৃত সাহিত্য পরিষৎ পত্রিকার সহকারী সম্পাদক নিযুক্ত হন। ১৯৩১ খ্রী. কলিকাতা সংস্কৃত কলেজে ন্যায়শাস্ত্রের অধ্যাপক হন ও টোল-বিভাগীয় সর্বোচ্চ পদ লাভ করেন। অবসর-গ্রহণের পর পুনরায় ঐ কলেজেরই ‘মহাচাৰ্য শ্রেণীর অধ্যাপক নিযুক্ত হয়ে আমৃত্যু কাজ করেন। তার রচিত কাব্য, নাটক ও ন্যায়শাস্ত্ৰ-বিষয়ক মোট ১৬খানি এবং সম্পাদিত ৭খানি গ্ৰন্থ সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির সংস্কৃত অনুবাদ তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। শ্ৰীশ্ৰীসীতারামদাস ওঙ্কারনাথ প্রবর্তিত আৰ্যশাস্ত্ৰ গ্রন্থাবলীর প্রধান সম্পাদক ছিলেন। তিনিই পশ্চিমবঙ্গে শেষ ‘মহামহোপাধ্যায়’ পণ্ডিত। ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্ৰী’ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ডি.লিট’ উপাধি দ্বারা ভূষিত হন। এছাড়া ভারত সরকারের ‘রাষ্ট্রপতি মেধা’-প্ৰাপ্ত ছিলেন।
পূর্ববর্তী:
« কালীপদ গুহ রায়
« কালীপদ গুহ রায়
পরবর্তী:
কালীপদ পাঠক »
কালীপদ পাঠক »
Leave a Reply