কালীনারায়ণ গুপ্ত (১৮৩০ – ১৯০৩) আকানগর—ঢাকা। সুধারাম সেন। মহীন্দ্রনারায়ণ গুপ্তের পোষ্যপুত্র। মাতামহের কাছে বাংলা ও পরে সাধারণভাবে কিছু ফারসী ও সংস্কৃত শিক্ষা করেন। তরুণ বয়সে শক্তিমন্ত্রের উপাসক ছিলেন। পরে ব্ৰাহ্মমতে বিশ্বাসী হন। জালালউদ্দীন নামে এক মুসলমান যুবককে ব্ৰাহ্মধর্মে দীক্ষা দেন এবং এক বিবাহের প্রীতিভোজে সপুত্র উক্ত যুবকের সঙ্গে এক পঙক্তিতে ভোজন করেন। এইজন্য তাকে সপরিবারে সামাজিক লাঞ্ছনা ভোগ করতে হয়। ১৮৬৯ খ্রী তিনি পুত্র ও ভৃত্যসহ ব্ৰাহ্মধর্ম গ্ৰহণ করেন এবং নিজ জমিদারীতে ব্ৰাহ্মসমাজ স্থাপন করেন। স্বরচিত ভক্তিরসাত্মক সঙ্গীতসমূহ ‘ভাবসঙ্গীত’ গ্রন্থে ও তার সাধনালব্ধ তত্ত্ব-বিষয় ‘ভাবকথা’য় প্ৰকাশ করেন। দৌহিত্র সঙ্গীতশিল্পী ও সুরকার অতুলপ্ৰসাদ সেন এই ধারার অনুগামী ছিলেন।
পূর্ববর্তী:
« কালীনাথ রায়চৌধুরী
« কালীনাথ রায়চৌধুরী
পরবর্তী:
কালীপদ আইচ »
কালীপদ আইচ »
Leave a Reply