কালীনাথ রায় (১৮৭৮ – ৯.১২.১৯৪৫) যশোহর। প্রখ্যাত সাংবাদিক। কলিকাতায় স্কটিশ চার্চ কলেজে এফ.এ. পড়ার সময় স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে পড়া ছেড়ে সুরেন্দ্রনাথ সম্পাদিত ‘বেঙ্গলী’ পত্রিকার সহ-সম্পাদক হন। ১৯১১ খ্রী. লাহোরের ‘দি পাঞ্জাবী’ পত্রিকার সম্পাদক এবং ১৯১৫ খ্রী. লাহোরের ‘ট্রিবিউন’ পত্রিকার সম্পাদক হয়ে একাদিক্ৰমে ত্ৰিশ বছর কাজ করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের (১৩ এপ্রিল ১৯১৯) প্ৰতিবাদে প্ৰবন্ধ রচনার জন্য সামরিক আইনে তাঁর দেড় বছর সশ্রম কারাদণ্ড হয়। সে সময় তার হয়ে মামলা লড়ার জন্য লাহোর কোটের উকিল সুধীর মুখোপাধ্যায়ই একমাত্র সাহস করে এগিয়ে এসেছিলেন। তাঁর সশ্রম কারাদণ্ডের ঘটনা তৎকালীন বাংলার মানুষকে বিচলিত করে তোলে। তার মামলা পরিচালনার জন্য ডাঃ প্ৰাণকৃষ্ণ আচার্যকে কোষাধ্যক্ষ করে অর্থ সংগৃহীত হয় এবং রবীন্দ্রনাথ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের চেষ্টায় আট মাস পরে মুক্তি পান।
পূর্ববর্তী:
« কালীনাথ দাস শীল
« কালীনাথ দাস শীল
পরবর্তী:
কালীনাথ রায়চৌধুরী »
কালীনাথ রায়চৌধুরী »
Leave a Reply