কালীচরণ বন্দ্যোপাধ্যায় (৯.২.১৮৪৭ – ৬.২.১৯০৭) জব্বলপুর। হরচন্দ্র। দর্শনশাস্ত্ৰে প্ৰথম শ্রেণীতে এম.এ ও পরে বি.এল. পাশ করেন। ১৮৬৩ খ্রী. মাত্র ষোল বছর বয়সে খ্রীষ্টধর্ম গ্ৰহণ করেন এবং উত্তরকালে রেভারেণ্ড কালীচরণ নামে পরিচিত হন। প্ৰথমে আইনজীবী ও পরে জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনের অধ্যাপক এবং শেষে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালী রেজিস্ট্রর নিযুক্ত হন। পণ্ডিত এবং সুবক্তা হিসাবে খ্যাতি ছিল। রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং ১৮৭৫ খ্রী অন্যান্যদের সঙ্গে ‘ইন্ডিয়ান লীগ’ স্থাপন করেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ১৮৮৫ খ্রী ভারতের জাতীয় কংগ্রেস স্থাপনের সূচনা থেকেই এতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। ১৮৯৫ খ্রী. পুনা কংগ্রেসের প্ৰস্তাবক, ১৮৯৬ খ্রী. কলিকাতা কংগ্রেসে বিশ্ববিদ্যালয়বিষয়ক প্রস্তাবক এবং ১৮৯৮ খ্রী. ঢাকায় অনুষ্ঠিত বঙ্গীয় প্ৰাদেশিক সম্মেলনের সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« কালীচরণ চট্টোপাধ্যায়
« কালীচরণ চট্টোপাধ্যায়
পরবর্তী:
কালীনাথ চূড়ামণি »
কালীনাথ চূড়ামণি »
Leave a Reply