কালীচরণ চট্টোপাধ্যায় (১৮২০ – ১৮৯৩) এলাহাবাদ। হরবল্লভ। লক্ষ্ণৌয়ের মানমন্দিরের কাজে কর্মজীবনের সূচনা। উর্দু, ফারসী ও ইংরেজী ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। পরে তিনি লক্ষ্ণৌ রেসিডেন্সীর ট্রেজারার হন। সিপাহী বিদ্রোহীদের বিরোধিতা করে সাহসিকতার সঙ্গে ট্রেজারী রক্ষা করেছিলেন। ফলে উচ্চপদস্থ ইংরেজ কর্মচারী মহলে তার প্রভাব বৃদ্ধি হয় নিম্নপদস্থ ইংরেজদের ঈর্ষার ফলে কর্মচ্যুতি ঘটে। পরে কাশীর রাজার অস্ত্রাগার ও ধনাগারের প্রধানরূপে কর্মগ্রহণ করেন। এই কার্যে নিযুক্ত থাকাকালে তাঁর মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« কালীচরণ ঘোষ
« কালীচরণ ঘোষ
পরবর্তী:
কালীচরণ বন্দ্যোপাধ্যায় »
কালীচরণ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply