কালীকৃষ্ণ মিত্র (১৮২২ – ১৮৯১)। দরিদ্র পরিবারে জন্ম। অধ্যবসায়-বলে বৃত্তি লাভ করে শিক্ষা শেষ করেন। কৃষিবিদ্যানুরাগী ছিলেন এবং পাশ্চাত্যের উন্নততর যন্ত্রের মাধ্যমে এদেশের কৃষকদের কৃষিবিদ্যা শিক্ষাদানের জন্য বারাসাতে একটি আদর্শ কৃষি উদ্যান ও কৃষি ভাণ্ডার স্থাপন করেন। উদ্ভিদবিদ্যা, যোগশাস্ত্র ও থিওসকী-চৰ্চায়ও উৎসাহী এবং বিধবা-বিবাহ-প্রচলনে ও মাদকসেবন-নিবারণে তৎপর ছিলেন।
পূর্ববর্তী:
« কালীকৃষ্ণ দেব, রাজাবাহাদুর
« কালীকৃষ্ণ দেব, রাজাবাহাদুর
পরবর্তী:
কালীচন্দ্র রায়চৌধুরী »
কালীচন্দ্র রায়চৌধুরী »
Leave a Reply