কালীকৃষ্ণ দেব, রাজাবাহাদুর (১৮০৮ – ১৮৭৪) শোভাবাজার-কলিকাতা। রাজা রাজকৃষ্ণ। বাংলা, সংস্কৃত, ফারসী, উর্দু ও ইংরেজীতে ব্যুৎপন্ন ছিলেন। তিনি রাধাকান্ত দেব ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সতীদাহ প্ৰথা রোধের বিরুদ্ধে আন্দোলন করেন। রাধাকান্ত দেবের মৃত্যুর (১৮৬৭) পর তিনিই রক্ষণশীল হিন্দুসমাজের নেতা হন। রক্ষণশীল হলেও স্ত্রী-শিক্ষার প্রচারে উৎসাহী ছিলেন। ল্যাণ্ড-হোল্ডারর্স সোসাইটির সভ্য এবং সনাতন ধর্মরক্ষিণী সভা, হিন্দু বেনিভোলেন্ট ইনস্টিটিউশন, বেথুন স্কুল, ওরিয়েন্টাল সেমিনারী, বেথুন সোসাইটি প্রভৃতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ১৮৪৮ খ্রী. কলিকাতায় যে ‘মেসমেরিক’ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। তিনি তার একজন প্রধান উদ্যোক্তা ছিলেন। ১৮৫১ খ্রী. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হন। সাহিত্যক্ষেত্রেও অনুবাদক হিসাবে তার খ্যাতি ছিল। ‘র্যাসেলাস’ ও ‘গে’জ ফেবলস বা গে সাহেবের ইতিহাস’ নামক গ্ৰন্থ দুখানি বাংলায় এবং শেষোক্ত গ্ৰন্থখানি উর্দুতে অনুবাদ করেন। ‘সদ্বিদ্যাবলী’ নামে শিল্পবিজ্ঞানের নানা প্রসঙ্গের অনুবাদ-সংগ্রহ এবং ‘নীতি-সঙ্কলন’, ‘বিদ্বন্মোদতরঙ্গিণী’ ও ‘বেতাল পঁচিশী’র ইংরেজী অনুবাদ প্রকাশ করেন। লর্ড বেন্টিঙ্ক তাকে রাজাবাহাদুর উপাধি দেন এবং জার্মানীর সম্রাট, দিল্লীর বাদশাহ, নেপালের মহারাজা, ইংল্যাণ্ডের রাজা ও বহু মনীষী তাকে প্ৰশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন। ১৮৩৫ খ্রী. তিনি জাস্টিস অফ দি পীস হন।
পূর্ববর্তী:
« কালীকৃষ্ণ গাঙ্গুলী
« কালীকৃষ্ণ গাঙ্গুলী
পরবর্তী:
কালীকৃষ্ণ মিত্র »
কালীকৃষ্ণ মিত্র »
Leave a Reply