কালীকিশোর তর্করত্ন, মহামহোপাধ্যায় (১৮৩৩ – ১৯২২) বানিয়াচঙ্গ—শ্ৰীহট্ট। কালীপ্রসাদ বিদ্যানন্দ। বিশিষ্ট নৈয়ায়িক পণ্ডিত। নৈহাটিতে প্ৰসিদ্ধ নৈয়ায়িক পণ্ডিত নীলমণি তর্কালঙ্কারের অধ্যাপনায় ‘তর্করত্ন’ উপাধি লাভ করেন। নিজ গৃহে চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনায় সুনাম অর্জন করেন। পরে শ্ৰীহট্টের জমিদার লোকনাথ চক্রবর্তীর কাছারিবাড়িতে অবস্থিত চতুষ্পাঠীতে বৃত্তিভোগী অধ্যাপকররূপে জীবনের শেষ দিন পর্যন্ত কাটান। ১৯০৬ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন। ১৯১১ খ্রী. থেকে তিনি বার্ষিক ১০০ টাকা সরকারী বৃত্তি ভোগ করেন।
পূর্ববর্তী:
« কালীকিঙ্কর মুৎসুদ্দি
« কালীকিঙ্কর মুৎসুদ্দি
পরবর্তী:
কালীকিশোর স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায় »
কালীকিশোর স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায় »
Leave a Reply