কালীকিঙ্কর ঘোষ দস্তিদার (১৯০৫ – ২৮.৯.১৯৭২)। এই শিল্পী নিজের খেয়ালে অনেক ছবি কালীকৃষ্ণ গাঙ্গুলী এঁকেছেন, কিন্তু দারিদ্র্যের মধ্যে থেকেও কোন ছবি বিক্রি করবার চেষ্টা কখনও করেন নি। পুরস্কার সম্পর্কেও তার উদাসীনতা ছিল। দেবীপ্রসাদ রায়চৌধুরীর ছাত্র ছিলেন। রঙে, রেখায়, ওয়াশ-এ সুকুমার শিল্পীসৃষ্টিতে দক্ষ এই শিল্পীকে জনসাধারণ কিন্তু জানতেন সাময়িক পত্র-পত্রিকার ইলাসট্রেটর হিসাবে। তাঁর ছোট-ছোট চিনামাটির মূর্তিগুলি ভাস্কর্যের সুন্দর নিদর্শন।
পূর্ববর্তী:
« কালী সরকার
« কালী সরকার
পরবর্তী:
কালীকিঙ্কর মুৎসুদ্দি »
কালীকিঙ্কর মুৎসুদ্দি »
Leave a Reply