কালিদাস মুখোপাধ্যায় (১৮৩৫ – ১৮৮৮) নারায়ণপুর-চব্বিশ পরগনা। বৈকুণ্ঠনাথ। হুগলী কলেজ থেকে জুনিয়র ও সিনিয়র স্কলারশিপ পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে হুগলী কলেজিয়েট, রংপুর, ফরিদপুর প্রভৃতি সরকারী স্কুলে শিক্ষকতা করেন। ১৮৭৭-৮৮ খ্রী. হুগলী ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি হুগলী কলেজেও ইতিহাস ও ইংরাজী বিভাগে অধ্যাপনা করতেন। বিদ্বান, ব্যক্তিত্বসম্পন্ন ও কর্তব্যনিষ্ঠ শিক্ষাবিদ হিসাবে শিক্ষিত মহলে তার যথেষ্ট খ্যাতি ছিল। পাঠ্যাবস্থায় প্ৰসিদ্ধ বিচারপতি দ্বারকানাথ মিত্র তার দু’বছরের সিনিয়র এবং বঙ্কিমচন্দ্র তার এক বছরের জুনিয়র ছিলেন। তার কয়েকজন কৃতী ছাত্র জ্যস্টিস শহীদ সুরাবর্দি, জ্যস্টিস সামসুল হুদা, স্যার সৈয়দ আমীর আলি, আচার্য হেরম্বচন্দ্র মৈত্র ও আচার্য বিজয়চন্দ্র মজুমদার। এঁরা সাহিত্য ও ইতিহাসচর্চায় তাদের শিক্ষকের কাছ থেকে প্রেরণা পান বলে স্বীকার করতেন। রচিত গ্ৰন্থ: ‘অভিমনু বধ কাব্য’ ও ইংরাজীতে লেখা ‘ভূগোল বৃত্তান্ত’।
পূর্ববর্তী:
« কালিদাস মিত্র
« কালিদাস মিত্র
পরবর্তী:
কালিদাস রায়, কবিশেখর »
কালিদাস রায়, কবিশেখর »
Leave a Reply