কালিদাস ভট্টাচার্য (১৯১১ – ১৫.৩.৮৪) বরিশাল। দার্শনিক কৃষ্ণচন্দ্র। প্রখ্যাত দার্শনিক। অধ্যাপনা শুরু করেন বিদ্যাসাগর কলেজে। কলিকাতা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজে যুক্ত থাকার পর দর্শন বিভাগের প্রধান রূপে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। প্ৰধানত তাঁরই উদ্যোগে ১৯৬৪ খ্রী. প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর অ্যাডভান্সড় স্টাডিজ ইন ফিলজফি এবং তিনি তার ডিরেক্টর হন। ১৯৬৬–১৯৭০ খ্রী. তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য ছিলেন। অবসর গ্রহণের পর দর্শনের জাতীয় অধ্যাপক নিযুক্ত হন। ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। বিখ্যাত দার্শনিক গোপীনাথ তার অগ্ৰজ।
পূর্ববর্তী:
« কালিদাস বিদ্যাবিনোদ
« কালিদাস বিদ্যাবিনোদ
পরবর্তী:
কালিদাস মিত্র »
কালিদাস মিত্র »
Leave a Reply