কালিদাস বিদ্যাবিনোদ (১৩.৩.১৮৬৫ – ১৭.২.১৯৪০) উনশিয়া-কোটালিপাড়া, ফরিদপুর। ঈশ্বরচন্দ্ৰ বেদাচাৰ্য। ঢাকা সারস্বত সমাজে কাব্যশাস্ত্রের ‘বিদ্যাবিনোদ’ উপাধি লাভ করে স্বগ্রামের সংস্কৃত কলেজ ‘আৰ্য বিদ্যালয়’-এ অধ্যাপনা শুরু করেন। এই কলেজে মহাত্মা অশ্বিনীকুমার দত্ত প্ৰভূত অর্থসাহায্য করেছিলেন। ঐ কলেজ বন্ধ হয়ে গেলে লক্ষ্মীপাশা হাইস্কুলে কিছুদিন প্রধান সংস্কৃত-শিক্ষকের পদে নিযুক্ত থাকেন। পরে ঐ কাজ ছেড়ে দীর্ঘদিন তীর্থভ্ৰমণ করেন। ফিরে এসে পিতার নামানুসারে স্বগৃহে ‘ঈশ্বর পাঠশালা’ স্থাপন করে, আহার বাসস্থান দিয়ে বহু ছাত্রকে পড়ান। স্বদেশী আন্দোলনের সময় অনেক বিপ্লবী ছাত্রকে আশ্রয় দিয়েছেন। পূর্ববঙ্গের তদানীন্তন টোল-পরিদর্শক তাকে ‘পলিটিক্যাল পণ্ডিত’ বলে আখ্যাত করেছিলেন। কোটালিপাড়ার ‘আর্যশিক্ষা সমিতি’ নামক সংস্কৃত পরীক্ষাকেন্দ্রের অন্যতম সম্পাদক ছিলেন। বাগ্মী হিসাবেও খ্যাতি ছিল। রচিত গ্রন্থ ‘শিবাজী চরিতম’ (মহাকাব্য), ও ‘আশু ব্যুৎপত্তিসাধনম’ (ব্যাকরণ)।
পূর্ববর্তী:
« কালিদাস নাথ
« কালিদাস নাথ
পরবর্তী:
কালিদাস ভট্টাচার্য »
কালিদাস ভট্টাচার্য »
Leave a Reply