কালিদাস নাথ (? – ১৩১০ ব.) প্রাচীন বাংলা সাহিত্যে, বিশেষত বৈষ্ণব সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ, বড়বাজার হরিভক্তি প্রদায়িনী সভা, গৌরাঙ্গ সমাজ প্রভৃতির সঙ্গেও যুক্ত ছিলেন। ‘বঙ্গবাসী’ পত্রিকা অফিস থেকে তারই সম্পাদনায় কাশীরাম দাসের ‘মহাভারত’ ও ‘কবিকঙ্কণ চণ্ডী’ প্ৰকাশিত হয়। ‘নরোত্তম বিলাস’, ‘জাগদানন্দ পদাবলী, জয়ানন্দের ‘চৈতন্য সঙ্গম’ প্রভৃতি কয়েকটি প্রাচীন গ্রন্থের সম্পাদনা করেন।
পূর্ববর্তী:
« কালিদাস নাগ, ড.
« কালিদাস নাগ, ড.
পরবর্তী:
কালিদাস বিদ্যাবিনোদ »
কালিদাস বিদ্যাবিনোদ »
Leave a Reply