কালিদাস নাগ, ড. (৬.২.১৮৯১ – ৮.১১.১৯৬৬) শিবপুর-হাওড়া। মতিলাল। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. পাশ করে ১৯১৫ খ্রী. স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯২১-২২ খ্রী. সিংহল মহেন্দ্ৰ কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯২৩ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হন এবং এই বছরই প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টরেট’ উপাধি পান। ১৯২১ খ্ৰী. জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। ১৯২৪ খ্রী. রবীন্দ্রনাথের সঙ্গে প্রাচ্য ও চীন সফরে যান। বৃহত্তর ভারতের সাংস্কৃতিক রূপ ও বার্তা তিনি লেখায় ও বক্তৃতায় দেশে দেশে বহন করেছেন। এশিয়ার সৌভ্রাত্র গঠনে তার বাস্তব প্ৰয়াসও উল্লেখযোগ্য। সম্ভবত এই কারণেই দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিনাবিচারে কারারুদ্ধ হন। পরবর্তী কালে স্বাধীন ভারতে রাজনীতিক্ষেত্রেও সক্রিয় ছিলেন। রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত সদস্য এবং ‘প্রবাসী’ ও ‘মডার্ণ রিভিয়ু’ পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। রবীন্দ্রনাথ ও রোমা রলার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রচিত গ্ৰন্থ: ‘Art and Archeology Abroad’, ‘Union and the Pacific World’, ‘With Tagore in China and Ceylon’, ‘Tagore and Gandhi’, ‘স্বদেশ ও সভ্যতা’ প্রভৃতি। সুলেখিকা শান্তাদেবী তার পত্নী।
পূর্ববর্তী:
« কালিকাদাস দত্ত, রায়বাহাদুর
« কালিকাদাস দত্ত, রায়বাহাদুর
পরবর্তী:
কালিদাস নাথ »
কালিদাস নাথ »
Leave a Reply