কালিকাদাস দত্ত, রায়বাহাদুর, সি.আই.ই (১৮৪১ – ১৯১৫) মেড়াল-বর্ধমান। ১৮৬০ খ্রী. কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে সর্বোচ্চ স্থান অধিকার করে বি.এ. পাশ করেন। সংস্কৃত কলেজে শিক্ষকতা শুরু। পরে আইন পাশ করে প্রথমে মুন্সেফ ও শেষে ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। বহু বছর ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে নেপাল, ভুটান ও তিব্বতের পলিটিক্যাল এজেন্ট ছিলেন। ১৮৬৯ খ্রী. সরকার কর্তৃক কুচবিহারের নাবালক রাজা নৃপেন্দ্রনারায়ণের দেওয়ান নিযুক্ত হন। শাসনকার্যে তাঁর অসাধারণ দক্ষতার ফলে কুচবিহারের যথেষ্ট উন্নতি হয়। একাদিক্ৰমে ৪২ বছর দেওয়ানীর পর ১৯১১ খ্রী. অবসর নেন। কুচবিহার ব্ৰাহ্মসমাজের সঙ্গে যুক্ত ছিলেন। পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে ব্ৰাহ্ম মন্দির প্রতিষ্ঠা ও মেড়ালে স্ত্রীর স্মৃতিরক্ষায় বিদ্যামন্দির স্থাপন করেন। তিনি বাগ্মী হিসাবেও পরিচিত ছিলেন। ‘পুরানো কথা’র লেখক আইসিএস চারুচন্দ্ৰ তার পুত্র।
পূর্ববর্তী:
« কালাপীর
« কালাপীর
পরবর্তী:
কালিদাস নাগ, ড. »
কালিদাস নাগ, ড. »
Leave a Reply