কালাচাঁদ বসু, ঘোষনগর-খুলনা। ১৯১০ খ্রী. রাজনৈতিক ডাকাতিতে অংশগ্রহণ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু জেল থেকে নিখোজ হয়ে যান। পরে ধরা পড়েন। পুলিস হেফাজতে থাকা-কালে রহস্যজনকভাবে তার মৃতদেহ সাতক্ষীরা অঞ্চলের এক নির্জন জায়গায় পাওয়া যায়।
পূর্ববর্তী:
« কালা মানিক
« কালা মানিক
পরবর্তী:
কালাচাঁদ শাহ »
কালাচাঁদ শাহ »
Leave a Reply