কার্তিক বসু (১৯০৬ – ৩.৭.১৯৮৪) আমহার্স্ট স্ট্রীট-কলিকাতা। বিখ্যাত পারফিউমার এইচ. বোস (হেমেন্দ্রমোহন)। বাংলা ক্রিকেটের বহু ব্যাটসম্যানের শিক্ষক, দক্ষ ব্যাটসম্যান। ১৯২৩ খ্রী. স্কুলে পড়ার সময় স্পোর্টিং ইউনিয়নের পক্ষে ক্যালকাটা ক্লাবের বিরুদ্ধে প্ৰথম খেলতে নামেন এবং ১৯৫৯ খ্রী. পর্যন্ত নানান পর্যায়ের ক্রিকেট খেলেছেন। ভারত সফরকারী বিদেশী দলগুলির বিরুদ্ধেও তিনি খেলেছেন। বাংলা এখন পর্যন্ত একবারই রঞ্জি ট্রফি জিতেছে। কার্তিক বসু সেই জয়ী (১৯৩৮ – ৩৯) দলের সদস্য ছিলেন। ক্রিকেটার অপেক্ষাও তার বেশি পরিচিতি প্ৰশিক্ষক হিসাবে। আমহাস্ট স্ট্রীটের বাড়ীতে প্রথম কোচিং দেওয়া শুরু হয়েছিল ১৯৩০ খ্রী। ফুটবলে গোষ্ঠ পালের মত বাংলার ক্রিকেটে তিনি জীবৎকালেই প্রবাদে পরিণত হয়েছিলেন।
পূর্ববর্তী:
« কায়কোবাদ সাহেব
« কায়কোবাদ সাহেব
পরবর্তী:
কার্তিকচন্দ্র দাশগুপ্ত »
কার্তিকচন্দ্র দাশগুপ্ত »
Leave a Reply