কামিনী রায় (১২.১০.১৮৬৪ – ২৭.৯.১৯৩৩) বাসন্ডা-বাখরগঞ্জ। পিতা চণ্ডীচরণ সেন ব্ৰাহ্মধর্মাবলম্বী এবং সাহিত্যিক ও সাব-জজ ছিলেন। স্বামী স্ট্যাটিউটরি সিভিলিয়ান কেদারনাথ। বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্সসহ বিএ পাশ করে (১৮৮৬)। উক্ত কলেজেই শিক্ষয়িত্রীর পদ পান। তিনিই ভারতে প্ৰথম মহিলা অনার্স গ্রাজুয়েট। পনের বছর বয়সে লেখা ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থটি হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা-সমেত প্ৰকাশিত (১৮৮৯) হবার পর থেকেই কবিখ্যাতি ছড়িয়ে পড়ে। অমিত্ৰাক্ষর ছন্দে রচিত ‘মহাশ্বেতা’ ও ‘পুণ্ডরীক’ তাঁর দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘পৌরাণিকী’, ‘দীপ ও ধূপ’, ‘জীবনপথে’, ‘নির্মাল্য’, ‘মাল্য ও নির্মাল্য’, ‘অশোক সঙ্গীত’ প্ৰভৃতি। বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি (১৯৩২-৩৩) এবং নারী শ্রমিক তদন্ত কমিশনের অন্যতম সদস্যা (১৯২২-২৩) ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ প্ৰদান করে সম্মানিত করেন (১৯২৯)। তার ভগিনী যামিনী সেন লেডি ডাক্তার হিসাবে খ্যাতিলাভ করেছিলেন।
পূর্ববর্তী:
« কামাখ্যানাথ তর্কবাগীশ, মহামহোপাধ্যায়
« কামাখ্যানাথ তর্কবাগীশ, মহামহোপাধ্যায়
পরবর্তী:
কামিনী রায় »
কামিনী রায় »
Leave a Reply