কামিনীকুমার চন্দ (১৮৬২ – ১৯৩৬) ছাতিয়ান-শ্ৰীহট্ট। কলিকাতা প্রেসিডেন্সী কলেজের ছাত্র। এম.এ ও বি.এল. পাশ করে শিলচরে আইন ব্যবসায় শুরু করেন। ছাত্রাবস্থায় কংগ্ৰেসকর্মী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন ও পণ্ডিত মতিলাল নিখিল ভারত স্বরাজ্য দল গঠন করলে তিনি এই দলভুক্ত হন। আইন ব্যবসায়ের সঙ্গে সঙ্গে জাতীয় আন্দোলনে আত্মনিয়োগ করে একসময়ে তিনি সুরমা উপত্যকার অবিসংবাদী নেতা বলে পরিগণিত হন। ১৮৯৫ খ্রী. শিলচরে খ্ৰীষ্টান মিশনারী নারীদের দ্বারা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতা করেন এবং নিজ কন্যাদেরও ভর্তি করেন। সেখানে সাধারণ শিক্ষা ছাড়াও অন্যান্য বিষয়ে প্ৰয়োজনীয় শিক্ষা দেওয়া হত। শিলচর মিউনিসিপ্যালিটির সর্বাধ্যক্ষ, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সদস্য, কংগ্রেসের সুবৰ্ণজয়ন্তী উপলক্ষে শিলচর কমিটির সভাপতি, সুরমা উপত্যক রাষ্ট্ৰীয় সম্মেলনের সভাপতি (১১.৮.১৯০৬) এবং বঙ্গীয় প্ৰাদেশিক রাষ্ট্রীয় সম্মেলনের (১৯১৯) সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« কামিনীকুমার ঘোষ
« কামিনীকুমার ঘোষ
পরবর্তী:
কামিনীকুমার দত্ত »
কামিনীকুমার দত্ত »
Leave a Reply