কামাখ্যানাথ তর্কবাগীশ, মহামহোপাধ্যায় (১৮৪২ – ১৯৩৬) প্রতাপপুর-হাওড়া। রামব্ৰহ্ম শিরোমণি। সংস্কৃত কলেজ ও নবদ্বীপের পাকা টোলের অধ্যাপক এবং বহু প্ৰসিদ্ধ পণ্ডিতের শিক্ষাগুরু ছিলেন। প্রকাশিত গ্ৰন্থসমূহ : ‘কুসুমাঞ্জলি ব্যাখ্যাবিবৃতি’ এবং ‘তত্ত্বচিন্তামণিদীধিতিবিবৃতি’ (৩ খণ্ড)। সটীক ‘তত্ত্বচিন্তামণি’ (৬ খণ্ড) প্ৰকাশ তার অমরকীর্তি। ১৯০০ খ্ৰী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন এবং ১৯১১ খ্রী বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্য নির্বাচিত হন।
পূর্ববর্তী:
« কামাখ্যাচরণ নাগ
« কামাখ্যাচরণ নাগ
পরবর্তী:
কামিনী রায় »
কামিনী রায় »
Leave a Reply