কামাখ্যাচরণ নাগ (১৮৬৮ – ৯.৯.১৯৩৯) চন্দননগর-নদীয়া। ঈশানচন্দ্র। বিশিষ্ট শিক্ষাবিদ। ১৮৯৩ খ্রী. সিটি কলেজ থেকে পদার্থবিদ্যা ও রসায়নশাস্ত্ৰে ‘ডাবল অনার্স নিয়ে বি.এ. পাশ করেন। নদীয়া জেলার ভাজনঘাট স্কুলে শিক্ষক হিসাবে তাঁর কর্মজীবন শুরু। ১৯০৫ খ্রী. প্ৰাইভেটে ইংরেজী সাহিত্যে এম.এ. পাশ করেন। কয়েক বছর বাঁকুড়ার কুচিয়াকোল হাইস্কুলে শিক্ষকতা করার পর ১৯০৭ খ্রী. খুলনা জেলার দৌলতপুর হিন্দু একাডেমী কলেজের অধ্যক্ষরূপে যোগ দেন। ১৯১৪–১৯১৮ খ্রী. চাঁচল হাইস্কুলের রেক্টরের পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯১৮ খ্ৰী. বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দীর্ঘ ২১ বছর সেখানে অধ্যক্ষতা করেন। ১৯২১ খ্রী. তিনি নিজ গ্রামে ‘চন্দননগর রাধাদামোদর পলিটেকনিক ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠা করেন। ইংরাজী, বাংলা, সংস্কৃত ছাড়াও লাটিন, ফ্রেঞ্চ ও ফারসী ভাষাতেও বিশেষ পারদর্শিতা ছিল। বাঙলা দেশের তদানীন্তন সবরকম শিক্ষা আন্দোলনে তিনি নিজেকে জড়িত রাখতেন। ১৯৩৭ ও ১৯৩৮ খ্রী. নিখিল বঙ্গ অধ্যাপক সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভাপতি ও মূল সভাপতিরূপে তার ভাষণ বিশেষ উল্লেখযোগ্য। স্বামী কৃষ্ণানন্দ তার ধর্মগুরু ছিলেন। ‘পরিব্রাজক’ পত্রে ও কলেজের পত্রিকায় ইংরাজী ও বাংলায় বহু নিবন্ধ লিখেছেন।
পূর্ববর্তী:
« কামাখ্যাচরণ গুপ্ত
« কামাখ্যাচরণ গুপ্ত
পরবর্তী:
কামাখ্যানাথ তর্কবাগীশ, মহামহোপাধ্যায় »
কামাখ্যানাথ তর্কবাগীশ, মহামহোপাধ্যায় »
Leave a Reply