কামাক্ষীপ্ৰসাদ চট্টোপাধ্যায় (২৭.৩.১৯১৭ – ৩০.৫.১৯৭৬) ঘটকপাড়া-বাঁকুড়া। কলিকাতায় জন্ম। বসন্তকুমার। খ্যাতনামা কবি ও সাহিত্যিক। বি-এ পরীক্ষায় বাংলায় প্রথম হয়ে ‘বঙ্কিম পদক’ লাভ করেন। বাংলা সাহিত্যে তার কবিতা এক সময়ে সাড়া জাগিয়েছিল। কবি হিসাবে খ্যাতিলাভ করলেও নিয়মিত ছোটগল্প লিখতেন। শিশুদের জন্য লেখাতেও তার যথেষ্ট মুনশীয়ানা ছিল। ছোটদের গোয়েন্দা-কাহিনীর জনপ্ৰিয় লেখক। কিশোর পত্রিকা ‘রংমশাল’ সম্পাদনা করেন। সুধীন্দ্রনাথ দত্তের সহকারী হিসাবে দামোদর ভ্যালী করপোরেশনের প্রচার বিভাগে কিছুদিন কাজ করেছিলেন। বোম্বাই, দিল্লী ও মস্কোতে কর্মজীবন কাটে। তিন বছর মস্কোতে থাকা-কালে রাশিয়ান বই বাংলাতে অনুবাদ করেছেন। উচ্চশ্রেণীর ফটোগ্রাফার ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘মৈনাক’, ‘একা’, ‘ছায়ামূর্তি’, ‘শ্বেতচক্র’, ‘সোনার কপাট’, ‘শ্মশানে বসন্ত’, ‘ঘনশ্যামের ঘোড়া’, ‘পারুলদি’ প্রভৃতি। ‘কৃত্তিবাস ওঝা’ ছদ্মনামে তার অনেক লেখা প্ৰকাশিত হয়েছে।
পূর্ববর্তী:
« কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়
« কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়
পরবর্তী:
কামাখ্যাচরণ গুপ্ত »
কামাখ্যাচরণ গুপ্ত »
Leave a Reply