কাফি খাঁ, প্রতুলচন্দ্ৰ লাহিড়ী, পিসিয়েল (৮.১১.১৯০০ — ২৭.১০.১৯৭৫) ফণীন্দ্রনাথ। মাতুলালয় ঢাকায় জন্ম। প্রখ্যাত ব্যঙ্গচিত্রশিল্পী। ইতিহাসে এম.এ পাশ করে ফেণী কলেজে অধ্যাপনা করার সময়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির সঙ্গে বিশেষভাবে জড়িত থাকতেন। নিজে ভাল বেহালা বাজাতেন।ভারতীয় শিল্প ও মুসলমানী ক্লাসিক্যাল সঙ্গীতের চর্চা করতেন। অধ্যাপনা ছেড়ে কলিকাতায় এসে কার্টুন আঁকায় আত্মনিয়োগ করেন। ‘শনিবারের চিঠি’তে প্র-চ-লা ছদ্মনামে প্ৰথম আঁকতে থাকেন। ১৯৩১-৩৩ খ্রী. Diogenes ছদ্মনামে দেশপ্রিয় যতীন্দ্রমোহনের ‘এডভান্স’ পত্রিকায় নিয়মিত এঁকেছেন। অমৃতবাজার পত্রিকায় যোগ দিয়ে তার ইংরেজী নামের আদ্যাক্ষর Picle ছদ্মনামে অদ্ভুত চরিত্রের ‘খুড়ো’-র স্ট্রিপ কাটুন আঁকেন। নভেম্বর ১৯৩৪ খ্ৰী. তার হাতে প্ৰথম ‘খুড়ো’র জন্ম। ১৯৩৭ খ্ৰী. যুগান্তর পত্রিকা চালু হলে তিনি তাতে কাফী খাঁ ছদ্মনামে ‘শেয়াল পণ্ডিত’-এর স্ট্রিপ কাটুন ও রাজনৈতিক কার্টুন আঁকতে থাকেন। পরে প্রতি রবিবারে রামায়ণ ও মহাভারতের কথা, পুরনো দিনের নানা কথা এবং শিক্ষাপ্রদ নানা বিষয় নিয়ে রেখাচিত্র এঁকেছেন। ১৯৩৯ খ্রী. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুদিন ‘রোবট’ ছদ্মনামেও কার্টুন আঁকতেন। বিজ্ঞাপনে কার্টুন তিনিই প্রথম চালু করেন। সিজার্স সিগারেটের বিজ্ঞাপনে নানা কার্টুনসহ ‘আপনি কি হারাইতেছেন আপনি তাহা জানেন না’ ক্যাপশনটি বাংলায় একদা প্রবাদবাক্য হয়ে দাঁড়িয়েছিল। পরে অন্যান্য বিভিন্ন প্ৰতিষ্ঠানেরও বিজ্ঞাপন আঁকতেন। বিড়লা প্ল্যানেটোরিয়ামে কলিকাতার স্কাইলাইন তারই আঁকা। আমেরিকা থেকে ঘুরে আসার পর সেখানকার অনেক পত্র-পত্রিকাতেও কার্টুন পাঠাতেন। শিশু সাহিত্য সংসদ থেকে প্ৰকাশিত হয়েছিল তার চলন্ত ছবি—‘কাফিস্কোপ’।
পূর্ববর্তী:
« কান্তিচন্দ্ৰ মুখোপাধ্যায়, রায়বাহাদুর
« কান্তিচন্দ্ৰ মুখোপাধ্যায়, রায়বাহাদুর
পরবর্তী:
কাবুল শাহ্ বাগদাদি »
কাবুল শাহ্ বাগদাদি »
Leave a Reply