কান্তিচন্দ্ৰ মুখোপাধ্যায়, রায়বাহাদুর, সি.আই.ই. (১৮৩৫ – ১৯০১) রাহুতা-চব্বিশ পরগনা। প্রথমে হুগলী জেলা স্কুলে শিক্ষকতা করার পর জয়পুররাজের স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন। বিদ্যালয়টি কলেজে পরিণত হলে তার প্রথম অধ্যক্ষ হন। ক্রমে রাজদরবারের অন্যতম মন্ত্রী এবং রাজার মৃত্যুর পর জ্যেষ্ঠপুত্র নাবালক থাকায় রাজ্যশাসনের জন্য গঠিত মন্ত্রিসভার প্রধান হন। পরে বয়ঃপ্ৰাপ্ত মহারাজ তাকে প্রধানমন্ত্রীর পদ দান করেন। ১৮৯৯ খ্রী–দুৰ্ভিক্ষ কমিশনের সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« কান্তিচন্দ্র ঘোষ
« কান্তিচন্দ্র ঘোষ
পরবর্তী:
কাফি খাঁ, প্রতুলচন্দ্ৰ লাহিড়ী »
কাফি খাঁ, প্রতুলচন্দ্ৰ লাহিড়ী »
Leave a Reply