কান্তিচন্দ্র ঘোষ (১৮৮৬ – ১৯৪৮) সিমুলিয়া-কলিকাতা। ‘সিভিল লীভ কোড’ ও ‘সিভিল ট্রাভেলিং কোড’-এর সংকলনকর্তা, উচ্চপদস্থ সরকারী কর্মচারী রায় বাহাদুর দীননাথ। বাংলা ভাষায় রুবাইৎ-ই-ওমর খৈয়াম, রুবাইৎ-ই-হাফিজ অনুবাদ করে যশস্বী হন। ইংরেজী তৰ্জমা থেকে (ফিটজেরাল্ড-কৃত) অনুবাদে মূল রুবাইতের ছন্দ-বৈচিত্র্য ও রস বজায় রাখেন। কল্লোল, সবুজপত্র, প্রবাসী, ভারতবর্ষ প্রভৃতি পত্রিকায় বহু রচনা প্ৰকাশ করেছেন। অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: ‘সেবিকা’, ‘সনেট’, ‘ধূমকেতু’ (গল্পগ্রন্থ) প্রভৃতি। বঙ্গীয় ব্যবস্থাপক সভার উচ্চপদস্থ কর্মী ছিলেন। বঙ্গীয় আইন পরিষদের গ্রন্থাগারিকরূপে এবং বিভিন্ন সংবাদপত্রের সংবাদদাতা হিসাবেও কৃতিত্ব দেখিয়েছেন।
পূর্ববর্তী:
« কান্তবাবু (কৃষ্ণকান্ত নন্দী)
« কান্তবাবু (কৃষ্ণকান্ত নন্দী)
পরবর্তী:
কান্তিচন্দ্ৰ মুখোপাধ্যায়, রায়বাহাদুর »
কান্তিচন্দ্ৰ মুখোপাধ্যায়, রায়বাহাদুর »
Leave a Reply