কানাইলাল দে, ডাঃ রায়বাহাদুর (২৪.৯.১৮৩১ – ?) কলিকাতা। রাধানাথ। ১৮৫৪ খ্রী. মেডিক্যাল কলেজ থেকে পাশ করে ঐ বছরই কলেজের রসায়ন বিভাগের অধ্যাপকের সহকারী হিসাবে সরকারী কাজে যোগ দেন। ১৮৬৯ খ্রী. মেডিক্যাল কলেজের বাংলা শাখায় রসায়ন ও চিকিৎসা আইনবিজ্ঞানের শিক্ষক নিযুক্ত হন। ক্যাম্পবেল মেডিক্যাল স্কুল স্থাপিত হলে (১.১২.১৮৭৩) তিনি সেখানে চলে আসেন। ১৮৮৪ খ্রী. অবসরগ্রহণ। কর্মজীবনে দুবার তিনি অস্থায়ীভাবে অধ্যাপকপদে কাজ করেন। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল দেশীয় ওষুধের রাসায়নিক বিশ্লেষণ। ১৮৭৭ খ্রী. প্ৰকাশিত তাঁর ‘indegenous Drugs of India’ বিশেষ উল্লেখযোগ্য। ১৯৬২ এবং ১৯৬৭ খ্রী. অনুষ্ঠিত বিশ্বপ্রদর্শনীতে তাঁর সংগৃহীত দেশীয় ঔষধ বিশেষ প্ৰশংসালাভ করে। বাংলায় ও ইংরেজীতে বহুগ্ৰন্থ রচনা করেছিলেন। ১৮৬৬ খ্রী. প্ৰথম প্ৰকাশিত ‘ইণ্ডিয়ান মেডিক্যাল গেজেট’-এর নিয়মিত লেখক ছিলেন। তার রচিত পদার্থবিদ্যা ও রসায়ন বিদ্যার বাংলা গ্ৰন্থ স্কুলে এবং ‘মেডিক্যাল জুরিসপ্রুডেন্স’ গ্রন্থটি মেডিক্যাল স্কুলের পাঠ্য ছিল। ‘প্যাথলজি এণ্ড ট্রিটমেন্ট অব কলেরা’ গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন।
পূর্ববর্তী:
« কানাইলাল দত্ত
« কানাইলাল দত্ত
পরবর্তী:
কানাইলাল ভট্টাচাৰ্য »
কানাইলাল ভট্টাচাৰ্য »
Leave a Reply