কানাইলাল দত্ত (৩১.৮.১৮৮৮ – ১০.১১.১৯০৮) চন্দননগর। চুনিলাল। শৈশবে বোম্বাইয়ে পরে চন্দননগর ড়ুপ্লে বিদ্যামন্দির (বর্তমানে কানাইলাল বিদ্যামন্দির) ও হুগলী মহসীন কলেজ থেকে শিক্ষাপ্রাপ্ত হন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে বিলাতী বস্ত্ৰ বৰ্জন আন্দোলনে অন্যতম কর্মী ছিলেন। বিপ্লবী দলের মুখপত্র ‘যুগান্তর’ পত্রিকার পরিচালক চারুচন্দ্র রায়ের কাছে বিপ্লব মন্ত্রে দীক্ষা নেন এবং অস্ত্ৰচালনা শিক্ষা করেন। বি.এ. পরীক্ষা দিয়ে কলিকাতায় গুপ্ত বিপ্লবী দলের কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯০৮ খ্রী. ২ মে মানিকতলা বোমা মামলায় অস্ত্ৰ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন। শারীরিক দুর্বলতা সত্ত্বেও দলপতির নির্দেশে এই মামলার আসামী রাজসাক্ষী নরেন গোঁসাইকে অপর বিপ্লবী বন্দী সত্যেন বসুর সহযোগিতায় জেলের ভিতরেই অস্ত্রসংগ্ৰহ করে হত্যা করেন (৩১ আগস্ট, ১৯০৮)। এই সময় বি.এ. পরীক্ষা পাশ করেও বিপ্লবপন্থী বলে সরকারের আদেশে ডিগ্ৰী থেকে বঞ্চিত হন। বিচারে তাঁর ফাঁসির আদেশ হয়। আপীল না করে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« কানাইলাল ঘোষ
« কানাইলাল ঘোষ
পরবর্তী:
কানাইলাল দে, ডাঃ রায়বাহাদুর »
কানাইলাল দে, ডাঃ রায়বাহাদুর »
Leave a Reply