কানাই দত্ত (১৯২৫ – ২২.১১.১৯৭৭। খ্যাতনামা তবলাবাদক। খিদিরপুরের তৎকালীন নবাব মির্জা সাহেবের আনুকূল্যে ও উৎসাহে ৮ বছর বয়সেই তার সঙ্গীত-জীবনের শুরু। বাবু খা, সাধনচন্দ্ৰ দাস, সতীশ দাস ও হেমন্ত ভট্টাচার্যের কাছে তবলাবাদন শিক্ষা করে জ্ঞানপ্ৰকাশ ঘোষের শিষ্যত্ব গ্ৰহণ করেন। ১৯ বছর বয়সে অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে তবলা বাজিয়ে কলিকাতার গুণীদের প্রশংসা লাভ করেন। ১৯৫১ খ্রী. ঝঙ্কার মিউজিক এডুকেশন বোর্ডের পরীক্ষায় তবলায় বি.মিউজ. পাশ করেন। তার কর্মময় জীবনে তিনি আলাউদ্দিন খা, ফৈয়াজ খা, বড়ে গোলাম আলি, ওঙ্কারনাথ ঠাকুর, বিলায়েত খাঁ থেকে শুরু করে বহু শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে সঙ্গত করেছেন। ভারত সরকারের প্রতিনিধিরূপে কাবুল ও অন্যান্য দেশে গিয়েছেন। ১৯৫৮ খ্ৰী. পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে ইউরোপ সফরে যান এবং পরে ওস্তাদ আলি আকবরের সঙ্গে আমেরিকার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাজিয়ে জনপ্রিয় হন। ১৯৬৭ খ্রী. ‘আমেরিকান সোসাইটি ফর ইস্টার্ন আট’-এর আমন্ত্রণে তিন বছরের জন্য সেখানে শিক্ষক ও শিল্পীরূপে কৃতিত্ব অর্জন করেন।
পূর্ববর্তী:
« কাদম্বিনী গঙ্গোপাধ্যায়
« কাদম্বিনী গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
কানাইলাল আচাৰ্য »
কানাইলাল আচাৰ্য »
Leave a Reply